এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক:
বিশ্বের এক তৃতীয়াংশ করোনা রোগী এখন যুক্তরাস্ট্রে। ২৬ এপ্রিল যুক্তরাস্ট্রে দিনের শেষে ১০লাখ স্পর্শ করতে পারে করোনা শনাক্তের সংখ্যা। আজ ২৫ এপ্রিল ৯লাখ ৬০ হাজারে শনাক্ত হওয়ার সংখ্যা। ২৫এপ্রিল একদিনে বেড়েছে ৩৫ হাজার। ২০৬১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়,মোট মৃত্যু দাড়িয়েছে ৫৪হাজার ২৪৬জন। যা সারা বিশ্বে মৃত্যুর এক চতুর্থাংশ। নতুন করে আরো ৮হাজার সুস্থ হয়েছেন ফলে সুস্থ হওয়ার সংখ্যা দাড়িয়েছে এক লাখ ১৮ হাজারের উপরে।
৫০ রাজ্যের মৃত্যু হার উর্ধ্বমুখী রয়েছে। প্রতিদিন মৃত্যু গড়ে ১৮০০ এর উপরে। তবে এক লাখ ১৮ হাজারের উপরে মানুষের মুক্তির বার্তা,বাড়ি ফিরা, সুস্থতা স্বস্থি দেয় সবাইকে। আজ নিউইয়র্কে মোট মৃত্যু দাড়িয়েছে ২১,৯০৮জন। শনাক্ত ২লাখ ৮৮ হাজার এর উপরে । নিউইয়র্কে সুস্থ হওয়ার সংখ্যা এখন আশাব্যঞ্জক প্রায় ৩৫ হাজার এর উপরে। নিউইয়র্কে নতুন মৃত্যু ৬১৭জন।
যুক্তরাস্ট্র পৃথিবীর শীর্ষস্থান নেয়া, এখন কোন নতুন বিষয় নয়,অঙ্গরাজ্য নিউইয়র্ক বিশ্বের শীর্ষস্থানে চলে যাওয়ার খবরটিও পুরাতন। ২৪ এপ্রিল একদিনে ৪৫ হাজার শনাক্ত হওয়া এখন নতুন খবর। ফলে করোনা মহামারী যে ইতিহাস সৃস্টি করেছে তা বিশ্ববাসীর জানা। যুক্তরাস্ট্রজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিভিন্ন রাজ্যে গুরুত্ব দেয়া হচ্ছে টেস্টিং কে। বিভিন্ন রাজ্যে লকডাউন বাড়তে পারে জুন পর্যন্ত এমন ইঙ্গিত দিচ্ছেন নগর মেয়র এবং রাজ্য গভর্নররা। অনেক রাজ্যে দ্বিগুন করা হয়েছে প্রতিদিনের টেস্টিং। নিউইয়র্কে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে উদ্বেগ জনক অবস্থা নিউজার্সীতে। নিউজার্সীতে শনাক্ত সংখ্যা এক লাখ ৫ হাজারের উপরে,মারা গেছেন ৫৮৬৩জন। গীর্ষে থাকা অঙ্গরাজ্যের চিত্র হচ্ছে এ রকম ,মেসাচুসেটুসেটে শনাক্ত প্রায় ৫৩ হাজার ,মোট মৃত্যু ২৭৩০ জন,ক্যালিফোর্নিয়ায় মোট শনাক্ত প্রায় ৪২ হাজার ,তবে পেনসেলভেনিয়ায় ৪২ হাজার এর উপরে। মিশিগানে শনাক্ত হওয়ার সংখ্যা প্রায় ৩৭ হাজার । এদিকে মিশিগানে মৃত্যু ৩২৭৪ জন,পেনসেলভেনিয়ায় ১৮১৪জন,ক্যালিফোর্নিয়ায় ১৬৮৬জন। ফ্লোরিডায় শনাক্ত ৩১ হাজার প্রায়,মারা গেছেন ১০৫৫জন।