মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত




আবারও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার মধ্যরাত থেকে ওই হামলা শুরু করে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটির সামরিক বাহিনী।

এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক মাস বন্ধ রাখার পর আবারও অবরুদ্ধ গাজা উপত্যকার তিনটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরাইল। খবর জেরুজালেম পোস্টের।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলার জেরে তারা পাল্টা হামলা হিসেবে কামানের গোলা ছুড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চল থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার রাতে ফিলিস্তিনিরা ওই রকেট হামলা চালায় বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর।

এদিকে হামাসের আল-কাসাম ব্রিগেডের দাবি, ইসরাইলি ওই হামলায় তাদের এক সদস্য নিহত হয়েছেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: