মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদপরবর্তী সময়ে খাদ্যসহায়তা প্রদান




বিশেষ প্রতিনিধি
শহরের সেন্ট্রাল রোডের ম্যানজ ক্লাব, হোয়াইট সোল ও কিডস জোনের স্বত্বাধিকারী মো. মোবারক হোসেন মজুমদার করোনাকালীন দুর্যোগের সময়ে দুঃস্থ, অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ৩০ এপ্রিল কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা ঈদগাহ প্রাঙ্গণে ঈদপরবর্তী খাদ্য সহায়তা প্রদান করেছেন।
সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দেশটিভির মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, প্রবাসী আবু তাহের ভ্রমর, রহিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান। স্থানীয় যুবকদের মধ্যে সেচ্ছাসেবক হিসেবে ছিলেন হাবিবুর রহমান হাবিল, মো. আব্দুল কাদির , কয়ছর আহমেদ রাজা, গাজি হারুন , মাহবুবুর রহমান আলমগীর, আমিনুল ইসলাম বুলবুল, বাবুল আহমেদ, জাহাঙ্গীর আলম, জাবেদ আহমেদ, মো. কাদির মিয়া, কামাল হোসন , জামিনুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
খাদ্যসহায়তা প্যাকেজে ছিলো- চাউল, ডাল, আলু, সয়াবিন তেল, পেয়াজ, রসুন, সাবান, সেমাই, মাস্ক। চুয়ান্নটি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: