সিলেট ব্যুরোঃ
এবার করোনার ছোবল সিলেটের সাংবাদিক পরিবারে। সিলেটের চার সাংবাদিক করোনা ভাইরাস কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। রোববার(৩১ মে) রাতে চার সাংবাদিক আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে সোস্যাল মিডিয়ায়।
তবে মুলধারার মিডিয়াগুলি এই সংবাদ প্রচার ও প্রকাশে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আক্রান্ত সাংবাদিকরা সিলেট শহর এবং শহরতলীতেই বসবাস করেন। সামাজিক দুরাচারের মুখে যাতে না পড়েন সেজন্য গণমাধ্যম তাদের পরিচয় ঢালাওভাবে প্রকাশ করছে না।
আক্রান্তদের তিনজনই ইলেকট্রনিক (টেলিভিশন) মিডিয়ার সাংবাদিক। একজন প্রিন্ট মিডিয়ার । আক্রান্তদের সবাই রোববার রাতেই হোম কোয়ারাইন্টাইনে চলে গেছেন। নিজ বাসায় তাঁরা ভাল আছেন। শরীরে উল্লেখযোগ্য কোন উপসর্গ নেই।
যেদিন (১জুন) থেকে সিলেটের কয়েকটি দৈনিক তাদের মুদ্রণ প্রকাশনা চালুর ঘোষণা দিয়েছে তার আগের দিন চার সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। এমন খবরে সাংবাদিক মহলে উৎকন্ঠার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
লকডাউন মুক্তের প্রথম দিনে সিলেটে আক্রান্ত হয়েছেন ১১৯ জন। সারাদেশে আক্রান্ত হয়েছেন ২৫৪৫ জন। মারা গেছেন ৪০ জন।