শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে সিঙ্গেল ডিজিটে মৃতের সংখ্যা দেখতে সময় লাগলো ৪ মাস




শাহ সুহেল আহমদ:

ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যাটি প্রায় চার মাস পর সিঙ্গেল ডিজিটে এসেছে। যদিও করোনার শুরু থেকে এখন পর্যন্ত ফ্রান্স মৃত্যুশূন্য একটি দিনও পার করতে পারে নি। সিঙ্গেল ডিজিটের মৃত্যুটি ছিল গতকাল। আর এতেই অনেকে আশার আলো দেখতে পাচ্ছেন।

করোনা ভাইরাসে ফ্রান্সে ইতোমধ্যে প্রায় ৩০ লাজার লাশ গুণতে হয়েছে। সর্বশেষ গতকাল মারা যান ৭ জন। আর এ নিয়ে ফ্রান্সে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৬৪০ জন।

ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। কবে কখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এ নিয়ে দেশটির উচ্চমহল ছিল শঙ্কিত। কিন্তু লকডাউনকে কঠোর থেকে কঠোরতর করে তুলা এবং জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও ঢেলে সাজিয়ে এখন অনেকটা সফল হয়ে ওঠেছে ফ্রান্স।

গত ১১ মে লকডাউন প্রথমবারের মতো শর্ত সাপেক্ষে তুলে নেয়া হয়। এর পর থেকেই ফ্রান্স ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তখন অনেকেই মনে করেছিলেন- লকডাউন তুলে নেয়ার পর পরিস্থিতির আবার অবনতি হবে। কিন্তু সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে অবনতি না হয়ে উন্নতির দিকেই হাটলো দেশটি। গত ২ জুনের পর শর্তাদি তুলে নেয়া হয়।

ফ্রান্সে বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলা না গেলেও হাতের নাগালে, এটি বলা যেতেই পারে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: