সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাউয়া বাজারের ডাক’র পরিচালনা পর্ষদ গঠন




জনপ্রিয় অনলাইন নিউজ “জাউয়া বাজারের ডাক” পরিবারের উদ্যোগে কবি ইমন শরীফ এর সভাপতিত্বে ও হেলাল উদ্দিন এর পরিচালনায় এক জরুরি অনলাইন লাইভ সভা শনিবার অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সম্মিলিত পরামর্শ ও সিদ্ধান্তে প্রথমবারের মতো জাউয়া বাজারের ডাক’র পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

পর্ষদে রয়েছেন প্রতিষ্ঠাতা কবি ইমন শরীফ, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক হেলাল উদ্দিন ( চীফ এডমিন), সম্পাদক মোশাররফ হোসেন (এডিটর), নির্বাহী সম্পাদক জুবায়ের আহমদ (এডিটর), ব্যবস্থাপনা সম্পাদক নাসির উদ্দিন(এডিটর), বার্তাসম্পাদক ও ডিজাইনার মিনহাজ মাহমুদ (এডিটর),

যেকোনো প্রয়োজনে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭১২ ৩০০৬০৩

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: