শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের শোক




ইউরোপ আওয়ামী পরিবারের অন্যতম অভিভাবক, দলের দুঃসময়ে এক সাহসী যোদ্ধা, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রতন, আজ ২৬ জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় জার্মানের লাংগেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শোকবার্তায় বলা হয়, তিনি (আনোয়ারুল ইসলাম) প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক। দলের সকল দুর্যোগ দুঃসময়ে তিনি ছিলেন অগ্রভাগে। এমন নেতার প্রয়াণে সর্ব ইউরোপিয়ান আওয়ামী গভীর শোক প্রকাশ করছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে শোক জানিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনল দাসগুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, প্রচার সম্পাদক খোকন শরীফ প্রমুখ।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: