শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের Saint Denis পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের সরুফ সদিওল




ছবিতে নির্বাচিত সরুফ সদিওল

শাহ সুহেল আহমদ:

প্যারিসের নিকটবর্তী Saint Denis এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসী নাগরিক সরুফ সদিওল। নির্বাচনে তাদের প্যানেল ৫৯.৩০% ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

সরুফ সদিওল সোসিয়ালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্ধিতা করেন। তিনি দলের Saint Denis (সেন দনি) এলাকার এশিয়ানদের প্রতিনিধিত্ব করে আসছিলেন।

সেন দনি পৌরসভায় এবার মেয়ার নির্বাচিত হলেন মাতিউ হানাথা। তিনি মোট ভোটের ৫৯ শতাংশ ৩০ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী লরেন রুচিয়ে পেয়েছেন ৪০ দশমিক ৭০ শতাংশ ভোট।

সরুফ সদিওলের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কিলোগ্রামে। মৃত দুদু মিয়া সদিওল ও মৃত পিয়ারা বেগমের পুত্র সদিওল ২০০১ সালে ফ্রান্সে আসেন। এর পর থেকেই তিনি ধীরে ধীরে ফ্রান্সের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান।

নির্বাচিত হওয়ার পর সরুফ সদিওল এক প্রতিক্রিয়ায় জানান- আমার দল বিদেশী বান্ধব। আমি আশা করি দলের সাথে কাজ করে সকল বিদেশী তথা বিশেষত বাংলাদেশী প্রবাসীদের জন্য ভাল কিছু করতে পারবো।

What do you want to do ?

New mail

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: