শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেন বাংলাদেশী এক শিক্ষার্থী




মালয়েশিয়ার আপিল আদালতের রায়ে মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেন ১ বাংলাদেশি শিক্ষার্থী, তিন কেজি ৮শ’ ৭৫ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে সর্বোচ্চ সাজা দিয়েছিল দেশটির হাই কোর্ট।

দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে জানায়, হাবিবুল হাসান খান নামের ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন।

২০১৭ সালে সেই হোস্টেল কক্ষ থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। দুই বছর পর সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় হাই কোর্ট। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

মালয়েশিয়ার তিন সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার হাবিবুলের মঞ্জুর করে এ মামলার রায় দেয়। তাতে বলা হয়, হাবিবুল তার কক্ষে গাঁজা থাকার কথা জানতেন, এটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

যদিও গাঁজার ব্যাগটি হাবিবুলের কক্ষেই পাওয়া গিয়েছিল, আত্মপক্ষ সমর্থনে হাবিবুল বলেছিলেন, ব্যাগটি ছিল জাওয়াদ নামে অন্য এক ছাত্রের।

জাওয়াদ থাকতেন বিশ্ববিদ্যালয়ের বাইরে। গাঁজাসহ হাবিবুল গ্রেপ্তার হওয়ার পরদিনই তিনি আত্মহত্যা করেন।

আপিল বেঞ্চের বিচারক হানিপাহ ফারিকউল্লাহ বলেন, বিচারিক আদালত হাবিবুলের আত্মপক্ষ সমর্থনে দেওয়া ওই বক্তব্য বিশ্বাস না করে ধরেই নিয়েছিলেন যে অভিযোগ অস্বীকার করার জন্য আসামি ওই যুক্তি দিচ্ছে।

রায়ে বলা হয়, নিম্ন আদালতের বিচারক মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন হোস্টেল ওয়ার্ডেন শাজেরীন কামারুদ্দিনের সাক্ষ্যের ভিত্তিতে। ওয়ার্ডেন সেখানে বলেছিলেন, তার কাছে অভিযোগ ‘স্বীকার করেছিলেন’ হাবিবুল।

আর ওই সাক্ষ্য মামলার প্রমাণ হিসেবে গ্রহণ করা আইনগতভাবে নিম্ন আদালতের বিচারকের ‘ভুল’ ছিল মন্তব্য করে আপিল বেঞ্চের বিচারক বলেছেন, ওয়ার্ডেনের জবানবন্দি আদৌ গ্রহণযোগ্য ছিল না, কারণ তাকে ‘সঠিক প্রশ্নগুলোই’ বিচারক করেননি।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: