মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে ‘স্বরলিপি’র আয়োজনে মাতোয়ারা একদিন




শাহ সুহেল আহমদ:

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা।

স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স’-এর উদ্যোগে “প্লাস দো ফেত” প্রাঙ্গণে আয়োজিত এই দিনব্যাপী উৎসবে প্রবাসী বাঙালি, সাংস্কৃতিক সংগঠক, শিশু-কিশোর ও নানা শ্রেণিপেশার দর্শনার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদমোহাম্মদ আলী

আয়োজনের শুরুতে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, বাংলাদেশ কমিউনিটি তুলুসের সভাপতি  ফকরুল আলম সেলিম, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন সুব্রত ভট্টাচার্য শুভ প্রমুখ।

অনুষ্ঠানে কাজী আয়েবা মহাসচিব এনায়েত উল্লাহ ইনু বলেন, ভাষা সংস্কৃতি হারিয়ে ফেললে প্রবাসে আমরা শেকড়হীন হয়ে পড়ব।স্বরলিপি এই আয়োজন আমাদের সন্তানদের মনে বাংলা গর্বের জায়গা করে দিচ্ছে।

শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম বলেন, নতুন সমাজে মিশে গেলেও আমরা নিজের দেশকে ভুলিনি। আমাদেরসন্তানদের বাংলার গান, কবিতা, ইতিহাস জানাতে এরকম অনুষ্ঠানের বিকল্প নেই।

বাংলাদেশ কমিউনিটি তুলুসের সভাপতি ফকরুল আলম সেলিম বলেন, বাংলা সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা প্রমাণ করছিপ্রবাসীমানেই বিচ্ছিন্ন মানুষ নয়, বরং তারা সংস্কৃতির বিশ্বদূত।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সাধারণ সম্পাদক সুব্রত শুভ বলেন, স্বরলিপির এই সাংস্কৃতিক উৎসব শুধু বিনোদন নয়, একসামাজিক দায়বদ্ধতা। আমাদের পরিচয়, ভাষা, শিল্পসবকিছু একত্রে তুলে ধরার এই প্রয়াস অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজাসাগর বাউল। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শকেরা গভীর আবেগে উচ্ছ্বসিত হন।

এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী শিল্পীরাও গান, কবিতা, নৃত্য এবং আবৃত্তির মধ্য দিয়ে বাংলা সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেন।

মেলায় ছিল বাংলাদেশি হস্তশিল্প, পাটচিত্র, বইয়ের স্টল এবং ঐতিহ্যবাহী খাবারের দোকান। চিতই, পিঠা, হালুয়া, পায়েসসহ প্রিয় খাবারের স্বাদ নিতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।

সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপন বলেন- ‘স্বরলিপি’র এই আয়োজন প্রমাণ করে—ভিনদেশে থেকেও প্রবাসী বাঙালিরা মাতৃভাষা, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই মেলার মধ্য দিয়ে ইউরোপে বেড়ে ওঠা প্রজন্মের সামনে বাংলা সংস্কৃতির বাস্তব এক পাঠ উপস্থাপিত হয়েছে, যা শুধু আনন্দ নয়, এক সচেতন সাংস্কৃতিক চর্চার অংশ হয়ে উঠেছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: