রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্সে একাকি ঘরে বন্দী কয়েক লক্ষ মানুষ




শাহ সুহেল আহমদ

ফরাসী সংস্থা ইনসি’র তথ্য অনুসারে বিধবা, তালাকপ্রাপ্ত, ছাত্রছাত্রী এবং অবিবাহিত এক কোটিরও বেশি ফরাসী মানুষ ঘরে একা বাস করেন। লকডাউন শুরুর সাথে সাথে ছাত্রছাত্রীসহ হাতেগুণা কিছু মানুষ নিজের পরিবারের সাথে মিলিত হবার সুযোগ পেলেও এখনও লক্ষ লক্ষ মানুষ ঘরে একাই পড়ে আছেন।

তবে এর মধ্যে কিছু মানুষের পরিবারের সাথে যোগ দেয়ার সুযোগ থাকলেও তারা নিরাপত্তার কথা ভেবে কোনো দিকে যান নি। ফলে সংকটকালীন এই সময়টা একাকিই পার করছেন।

বিশেষজ্ঞদের মতে- যারা একাকি বাস করেন তারা ভ্রমণ কিংবা অবকাশ যাপন করতে না পারলে তাদের বিচ্ছিন্নতা বাড়িয়ে তুলে। এমনকি যেহেতু লকডাউনের এক মাস পার হতে চলেছে সেহেতু এখন নাটকীয়ভাবে পরিস্থিতি অনুকূলে আসলেও এইসব একাকি মানুষ স্বাভাবিক হতে অতিরিক্ত সময় লাগবে।

আরেক ফরাসী সংস্থার অদোক্সা বলছে- এই সংকটকালীন সময়েও একাকি বাস করা চার ভাগের এক ভাগকে এখনও কাজের জন্য বের হতে হয়।

বিশিষ্ট ফরাসী সমাজবিজ্ঞানী ড. সিলভাঁ ভরদিয়েক এক সাক্ষাৎকারে বলেছেন- একাকিত্বকে সুখে পরিণত করতে ও মনকে শক্তিশালী করতে অধ্যয়নে মনোযোগ দেয়া অন্যতম প্রদায়ক হতে পারে।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: