রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রেন্ডস ক্লাব ওবারভিলিয়েকে বিসিএফের সংবর্ধনা ও জার্সি প্রদান




ডেস্ক রিপোর্টঃ

ফ্রান্স ক্রিকেট অঙ্গনের সাড়া জাগানো মানিক – মুহিত স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট চ্যাম্পিয়ন দল ,ফ্রেন্ডস ক্লাব ওবারভিলিয়েকে বি সি এফ এর পক্ষ থেকে সংবর্ধনা ও জার্সি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫ ঘটিকার সময় প্যারিসের নিকটবর্তী লা -কর্ণভ এ ক্যাফে বাঙালিয়ানা রেস্ট্রুরেন্টে বি সি এফ এর প্রতিষ্ঠাতা পরিচালক এম ডি নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে বি সি এফ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন বি সি এফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন, ভাইস প্রেসিডেন্ট নয়ন এন কে , এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার ওহিদুজামান সালমান , ফারুক হোসেন ও স্বপন ভূঁইয়া আরো উপস্থিত ছিলেন বি সি এফ এক্সিকিউটিভ মেম্বার
শাহ জাহান ওআব্দুল কাদের।

বি সি এফ কে ধন্যবাদ এবং ক্লাব গঠনের ইতিকথা , ক্লাবে কে এগিয়ে নিয়ে যাবার ভবিষৎ পরিক্ল্পনা ইত্যাদি বিষয়ে ফ্রেন্ডস ক্লাব ওবারভিলিয়ে এর পক্ষ থেকে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন আসিফ মোহামেদ ইফতেখার , সাধারণ সম্পাদক রুকনুজামান রাসেল , উপদেষ্টা আব্দুল ওয়াদুদ সাজু , টিম ম্যানেজার আশরাফ হোসেন ,ইফতেখার শরীফ সাইফ সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বি সি এফ এর অন্যতম পৃষ্ঠপোষক, বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাবের উপদেষ্টা ,বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ী মোঃ ফারুক , বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট আরিয়ান খান রাসেল, ওয়ার্ল্ড ইউরো বিডি টেলিভিশনের কর্ণধার জনাব বদরুল বিন আফরুজ।

ফ্রান্সের ক্রীড়াঙ্গণে যারা ভালো করবে বি সি এফ তাদেরকে স্বাগত জানাবে , উৎসাহ অনুপ্রেরণা যোগাবে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: