বিশেষ সংবাদদাতা:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ সন্ধ্যায় হঠাৎ করে শুরু হওয়া তীব্র বজ্রঝড়, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণে নগরজীবনে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঝড়টি ছিল বসন্তকালীন মৌসুমের অন্যতম শক্তিশালী বৃষ্টিপাত, যা নগরীর বিভিন্ন এলাকা কয়েক ঘণ্টার মধ্যেই প্লাবিত করে ফেলে।
সন্ধ্যার দিকে ঝড় শুরু হওয়ার পর প্যারিসের অনেক রাস্তা পানিতে তলিয়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোর মধ্যে Porte de Pantin, République ও Châtelet-Les Halles-এ আংশিক পানি ঢুকে পড়ে, যার ফলে RATP কর্তৃপক্ষ কিছু স্টেশন বন্ধ করে দেয় ও মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় গণমাধ্যম ‘Sortir à Paris’ ও আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট ‘Fox Weather’ জানিয়েছে, আকস্মিক ঝড়ে বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে, যা অনেক স্থানে গাড়ি ও দোকানপাটের জানালায় ফাটল ধরিয়েছে। কিছু কিছু এলাকায় গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি সেবা বিভাগ সূত্রে জানা গেছে, শুধুমাত্র প্যারিস শহরে প্রায় ৩৫০টি জরুরি কল রেকর্ড করা হয়েছে।
বাসিন্দারা জানান, মাত্র আধা ঘণ্টার ঝড়েই রাস্তাগুলো নদীতে পরিণত হয়। প্যারিসের ১৮তম ও ১৯তম অ্যারোন্ডিসমেন্টে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায়। বহু স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। সান্ধ্য আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও ঝড়ের তীব্রতা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্যারিসসহ ইউরোপের বড় শহরগুলোতে এমন আকস্মিক আবহাওয়া ঘটনাগুলো ক্রমেই বাড়ছে। তাঁরা মনে করেন, শহরের জলনিষ্কাশন ব্যবস্থায় অবিলম্বে আধুনিকায়ন আনা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
প্যারিস সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যারা নিচতলার বাসিন্দা, তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।