বাংলা টেলিগ্রাম ডেস্কঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেছেন, সারা বিশ্ব আজ করোনা আতংকে আতংকিত।বাংলাদেশেও করোনা ভয়াবহ আকার ধারন করছে।প্রতিদিনই নতুন নতুন রোগী সনাক্ত হচ্ছে। অনেকেই মৃত্যু বরন করছেন। এই ভাইরাস প্রতিরোধে সর্তকতাই একমাত্র অবলম্বন। তিনি বলেন,এই কঠিন সময়ে অসহায় মানুষের সাহায্যের্থে কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতি’র মতো আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয় মাঠে কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যেগে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় করোনা কালীন সময়ে অসহায় ৩৫০ টি পরিবারের মধ্যে ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এজাজ উদ্দিন আহমদ সানির প্রানবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে,এসএমপির দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইসমাইল পিপিএম,দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ খায়রুল ফজল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক সংগ্রাম সিলেটের ব্যাুরো প্রধান কবির আহমদ, কায়েস্তরাইল শাহীঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্বা সিরাজুল ইসলাম,২৫ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি আমির উদ্দিন, কায়েস্তরাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দীন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আহাদ কোহিনুর,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দীন আলমগীর। অনুষ্ঠানে সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এ অনুষ্টান আরো প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সহসভাপতি সাহেদ আহমদ,সাবেক সাধারণ সম্পাদক সামাদ আহমদ,সমাজসেবী জুনেদ আহমদ,লিয়াকত মিয়া প্রমুখ।এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল বর্তমান মৌসুমের বিভিন্ন তরিতরকারি নিয়ে সবজি বাজার।সমিতির পক্ষ থেকে ৭/৮ টি আইটেমের সবজি অসহায় মানুষের মধো বিনামূল্যে সরবরাহ করা হয়।এছাড়া অনুষ্ঠানের পূর্বে কায়েস্তরাইল, মুছারগাও, বারখলা ও বাইপাস মসজিদের সম্মানীত ঈমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেবদের মধো প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য নগদ টাকা প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এই কঠিন সময়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির সভাপতি জহির হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন আহমদ সানি।