মোহাম্মদ জাফরুল হাসানঃ
করোনার কারণে ফ্রান্সে জারি করা সবধরণের জরুরি সেবা আজ শেষ হলো। কাল থেকেই খুলছে ফ্রান্সের সবকিছু। আজ রোববার প্রসিডেন্ট এ্যমানুয়েল মেক্রন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তবে ফ্রান্সের স্কুল কলেজ খুলবে আগামি ২২ জুন থেকে।
ফ্রান্সে করোনা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরেক টুইট বার্তায় বলেন- আমরা এখন থেকে আবার আগের মতো করে একে অন্যকে খুঁজে পাবো। আমরা আমাদের কাজ ফিরে পাব।