কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সোমবার বেলা ২টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আউয়াল খানকে মঙ্গলবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টেস্টে কার করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।
আউয়াল খানকে কুমিল্লার দেবিদ্বারে দাফন করা হবে।
আউয়াল খান ছাত্রদল করাবস্থায় কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। পরে যুবদলের সহদফতর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সবশেষ কমিটিতে তাকে কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক করা হয়।
আউয়াল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।