শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

তানভীর আহমদ তোহা’র কবিতা ‘মেঘের স্তুপ’




মেঘের স্তুপ 
তানভীর আহমদ তোহা
এবার বসন্তে  কোন ফুল ফুটে নি;
তাতে কি হলো!
কবিতা কি আর লেখা যাবে না?
সিডর হিংস্র নিঃশ্বাস নিয়েছিলো গেলো রাতে;
তাতে কি হলো!
রানার কি প্রিয়জনের শব্দমালা নিয়ে ছুটে আসবে না?
শিশুরা আপন মাটির ধুলিতে আর স্লান করে না;
তাতে কি হলো!
দেশের সার্বভৌমত্ব কি আর ঠিকে থাকবে না?
তিতুমীর থেকে শহীদ বুরহান ওয়ানীরা এখন ক্লান্ত হয়ে গেছেন;
তাতে কি হলো!
অনুর্বর মৃত্তিকা থেকে কি আর বিপ্লবের ডাক আসবে না?
জনপদে জনপদে মানবেরা আজ শান্তির মিছিল দেয় না; দানবের সঙ্গে আগুনে সাঁতার কাটে;
তাতে কি হলো!
গোরস্থানের শান্তির পরশ কি আর ধরনীতে বয়ে যাবে না?
ভাবনার গগনে মেঘের স্তুপ হয়েছে অশেষ ;
বৈশাখের অঝোর জলধারা শুদ্ধ করে দিবে কি মম সব ক্লেশ!!

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: