শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

বাংলাদেশসহ বিশ্বব্যাপী চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিক্যাল সায়েন্টিফিক কংগ্রেস




মেহেনাস তাব্বাসুম, শেলি ইতালী থেকেঃ

বাংলাদেশ সহ সারা পৃথিবীর মেডিকেল শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজে উদ্বুদ্ধ করার জন্য চতুর্থবারের আয়োজিত হতে যাচ্ছে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস(বিমসকন)” ২০২০। বৈশ্বিক মহামারীর এই সময় আয়োজিত হতে যাওয়া এ কনফারেন্সটি বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রথম আন্তর্জাতিক ভার্চুয়াল সায়েন্টিফিক কনফারেন্স। আইএফএমএসএ বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৬-১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে উক্ত কনফারেন্সটি। বিমসকনের এবারের প্রতিবাদ্য – Healthcare in Pandemic: Integration of Clinical Approach with Research and Public Health Education। দুইদিনের এই আন্তর্জাতিক কংগ্রেসে রয়েছে ৩৪টি চিকিৎসা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, সায়েন্টিফিক পেপার উপস্থাপন, ক্যারিয়ার আলোচনা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ভিডিও প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কংগ্রেসের পার্টনার হিসেবে রয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, আইমেড কনফারেন্স, ইন্ডিয়ান অটিজম সেন্টার, এইমস মিটিং, জুভেন্স প্রো মেডিসিনা সহ অনেক আন্তর্জান্তিক কনফারেন্স এবং সংগঠন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল শিক্ষার্থীরা ভার্চুয়াল এ কংগ্রেসে অংশ নিতে পারবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.bimsscon.org

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: