নিজস্ব প্রতিবেদক:
১৯৭১ সালের ২৫ শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির ফ্রান্স শাখা। শনিবার বিকেলে রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন – সভ্যতার ইতিহাসের ভয়ঙ্কর একটা রাতের নাম ২৫ শে মার্চ। পাকিস্তানি হানাদার বাহিনী এ রাতে আমাদের মুক্তিকামী লাখো মানুষকে নির্মমভাবে হত্যা করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই সেই গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখার আহবায়ক প্রকাশ রায়’র সভাপতিত্বে এবং সাংবাদিক অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এমএ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, একুশ উদযাপন পরিষদের আহবায়ক সুভ্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, বিশিষ্ট কবি মোস্তফা হাসান, সাংস্কৃতিক সংগঠক এমদাদুল হক স্বপন, প্যারিস মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, ইউরোবিডি24নিউজ এর সম্পাদক ইমরান মাহমুদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি লুৎফর রহমান বাবু, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সুহেল আহমদ, ডিবিসি নিউজের প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, মতামতের সম্পাদক মারুফ অমিত চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রকাশ রায় বলেন- ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাত্রের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা। ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। নয় মাসের যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসাধারণ ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।