রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল




শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :

ঐতিহ্যবাহী সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৪)’র পরিচিতি, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকালে এসোসিয়েশনের উদ্যোগে প্যারিসের অবেরভিলিয়ে অবস্থিত বটতলা রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মো. হেনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী।
আমন্রিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খসরুজ্জামান জালালাবাদী, সহসভাপতি আলতাফুর রহমান, সহসভাপতি জাবেদ আহমেদ, ফ্রান্স-বাংলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু প্রমুখ।


অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের ট্রেজারার ও লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য ও ফজিলত শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ কমিউনিটি মসজিদের প্রদান ইমাম মাওলানা নুরুল ইসলাম।
আলোচনা সভায় এসোসিয়েশনের নেতৃবৃন্দরা- সংগঠনের সূচনা লগ্ন থেকে অধ্যাবধি পর্যন্ত বাস্তবায়িত সেবামূলক সামাজিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামীতেও এসোসিয়েশনের সেবামূলক কার্যক্রমকে আরো প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দ্বিতীয় মেয়াদে এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হেনু মিয়া তার বক্তব্য সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদকালে সিলেট বিভাগের প্রবাসী ফ্রান্সবাসীদের সদস্যপদ গ্রহণের জন্য এবং এসোসিয়েশনের পক্ষে কাজ করার আহ্বান ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিসহ দেশ- জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও জালালাবাদ এসোসিয়েশনের অগ্রগতি এবং সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দোয়া পরিচালনা করেন, এমসি ইনস্টিটিউটের পরিচালক মাওলানা বদরুল বিন হারুন।
অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টালসহ ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: