শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ৩জন নিহত, গুলিবিদ্ধ ১৭




নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৪ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারী ও পুলিশ-বিজিবির মধ্যে সংঘর্ষ চলাকালে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩), শিলঘাটের শিক্ষার্থী সানি আহমদ (১৮) ও ব্যবসায়ী নাজমুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এর আগে, রোববার সকাল ১১টা থেকে উপজেলার ঢাকা-দক্ষিণ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে মিছিল সহকারে সমবেত হন আন্দোলনকারীরা। তাতে পুলিশ বাঁধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ঘের ঘটনা ঘটে।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: