শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মামলা হল গেন্দা ফুল গানের জন্য




অনলাইন রিপোর্টার ॥ ‘গেন্দা ফুল’ শিরোনামের একটি গানের ভিডিওতে মডেল হয়ে মামলার জালে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। গানটি গেয়েছেন ভারতের জনপ্রিয় হিপহপ শিল্পী বাদশা ও পায়েল দেব।

গানটি নিয়ে মামলা হওয়ার কারণ এ গানে ব্যবহৃত বাংলা অংশ ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল’ একটি লোকগান থেকে নেয়া। যার স্রষ্টা বীরভূমের প্রত্যন্ত অঞ্চলের লোকশিল্পী রতন কাহার। কিন্তু গানের কোথাও রতন কাহার নাম অথবা কৃতজ্ঞতা ব্যবহার করা হয়নি।

এরপরই পশ্চিমবঙ্গের একটি সংগঠন ‘বাংলা পক্ষ’ রতন কাহারের হয়ে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেয় বাদশা এবং এই গানে সংশ্নিষ্ট সবার বিপক্ষে।

বাংলা পক্ষ বলেছে, শিল্পীর অনুমতি ছাড়া গান চুরি করা এবং বাঙালি নারীদের নিয়ে নোংরামির বিরুদ্ধে বাংলা পক্ষ আইনি পদক্ষেপ নিচ্ছে। শিল্পী রতন কাহারের হয়ে আইনি লড়াই করবে বাংলা পক্ষ।

হিপহপ গায়ক বাদশার কণ্ঠে রিমেক আর জ্যাকুলিনের মোহনীয় নাচের কারণে ইতোমধ্যে ভাইরাল হয়েছে গানটি। যা বাংলা পক্ষ কোনোভাবেই সমর্থন করছে না।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: