শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

যেন অভিভাবকহীন সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক




মোহাম্মদ নুরুল ইসলাম, সিলেটঃ

সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কটি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ দুই উপজেলার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ভাঙ্গাচুড়া থাকার পর গত বছরের মাঝামাঝি সময়ে ৬৬ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হলে এই এলাকার মানুষ আশায় বুক বাঁধে।

সংস্কার কাজ শুরু হওয়ার পর এই রাস্তায় চলাচলকারী মানুষের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধুলো। ব্যাপক হারে ধুলো উড়ার জন্য এই রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে জনসাধারনের।

রাস্তায় প্রতিদিন পানি দেয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা তা দিচ্ছেন না। দুয়েকদিন পর পর নামমাত্র পানি দিয়ে গেলেও ঘন্টাখানেকের মধ্যে তা শুকিয়ে আবারো ধুলো উড়ছে। এতে করে এই রাস্তায় চলাচলকারী জনসাধারণের সর্দি, হাঁচি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা ধরনের কঠিন রোগে ভোগার আশঙ্কা দেখা দিচ্ছে।

সংশ্লিষ্ট টিকাদারী প্রতিষ্টানের পানি সরবরাহের দায়িত্বে থাকা একজনের সাথে আলাপ করলে নাম প্রকাশ না শর্তে তিনি জানান পর্যাপ্ত পানি না থাকায় তারা নিয়মিত পানি দিতে পারেন না।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: