- ফায়সাল আইয়ূব
তোরা কে কোথায় আছিস, খবর দিস!
অনেক অনেক কথা শোনবার আগে
অনেক অনেক কথা শোনাবার আগে, তোদেরে হারিয়ে ফেলেছিরে!
তোরা কে কোথায় আছিস, খবর দিস!
অনেক অনেক প্রেম গ্রহণের আগে
অনেক অনেক প্রেম প্রদানের আগে, তোদেরে হারিয়ে ফেলেছিরে!
তোরা কে কোথায় আছিস, খবর দিস!
অনেক অনেক স্মৃতি গেঁথে আছে বুকে
অনেক অনেক স্মৃতি সেঁটে আছে চোখে
অনেক অনেক স্মৃতি উঁকি দেয় মুখে
অনেক অনেক স্মৃতি ধরে আছি নোখে
তোরা কে কোথায় আছিস, খবর দিস!
অনেক অনেক দিন, আহা, অনেক অনেক দিন দেখি না তোদেরে!
অনেক অনেক কথা বলি নি সেদিন
অনেক অনেক কথা শুনি নি সেদিন
অনেক অনেক ব্যথা প্রসবের আগে, তোদেরে হারিয়ে ফেলেছিরে!
তোরা কে কোথায় আছিস, দয়া করে খবর দিস!
খবরে খবরে তোরা এ অভাগা’র খবর নিস!
খবরে খবরে তোদের এ সুহৃদকে
বিগত দিনের মতো প্রতিদিন বাঁচিয়ে রাখিস!
এপ্রিল ২৯, ২০০০।। তোপখানা, সিলেট।