লোকমান আহম্মদ আপন এর ছড়া
চিল্লায়া কন ঠিক্কিনা
আজাইরা বয়ানে তুলে হইচই
ঠিক্কিনা হুজুরেরা আজ গেলো কই?
করোনার ভয়ে তারা আজ কুপোকাত
ফাজিল বক্তা তারা খুব বজ্জাত।
আধুনিক ভাবনাটা তারা তো ভাবেনা
বাংলাদেশে নাকি করোনা যাবেনা
নানাবিধ বিষয়ের ভুল ব্যাখ্যায়
ঠিক্কিনা হুজুরেরা মানুষ ঠকায়।
করোনাতে অসংখ্য যাচ্ছে যে প্রাণ
লাখ লাখ এফেক্টেড, থামছেনা বান
এই দুঃসময়ে সে বক্তারা কই
ওদের নীরব দেখে বিস্মিত হই
এ থেকে প্রমাণ এই সহজেই পাই
তাদের ঈমানী জোর একেবারে নাই।
আল্লাহ ও কোরানের কসম খেয়ে
উত্তেজনায় তারা ঘেমে ও নেয়ে
চিল্লায়া করে তারা বানোয়াট ওয়াজ
আম জনতার পায় সস্তা তোয়াজ
কোরান ও হাদিস ঠিক, ওরা ঠিক নয়
প্রকৃত মুমিনের এখানেই ভয়।
বানোয়াট ও বিনোদনের ওয়াজ করে
লাখ লাখ টাকা তারা পকেটে ভরে
সে টাকায় আপদে তারা থাকছে ভালো
সাধারন মানুষের জীবন কালো
কোটিপতি, লাখপতি হুজুরেরা কই
ওদের নীরব দেখে বিস্মিত হই
বাড়ায়না কেনো তারা মানবিক হাত
স্বার্থলোভী তারা, খুব বজ্জাত।
ভন্ড এ হুজুরেরা সজ্জন নন
ঠিক্কিনা? সত্যটা চিল্লায়া কন।
প্যারিস, ফ্রান্স।