রাণী তুমি ঘুমিয়ে আছো
লোকমান আহম্মদ আপন
মরছে মানুষ বানে,
রাণী তুমি ঘুমিয়ে আছো
তুলো দিয়ে কানে।
তোমার বায়ে ডানে
সব ঠাকুরের চামচা শালা
ফুসুর ফুসুর গানে
দিচ্ছে তোমায় ঠেলে রাণী
নিচের নরক পানে।
বিশ্ববাসী জানে
বানবাসীদের অবহেলায়
তোমার আসল মানে।
১৯ জুন ২০২২, প্যারিস, ফ্রান্স