রবিবার, ৪ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ দূতাবাস প্যারিসে শোক দিবস পালন




আবুল কালাম মামুন, বিশেষ প্রতিনিধি :

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস । প্রতিবছরের ন্যায়  বাংলাদেশ দূতাবাস প্যারিস ফ্রান্সের আয়োজনে আজ ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে সকালে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর স্বরনে এক মিনিট নীরবতা পালন,  পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ৷  বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর, প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক ও প্রবাসি নেতৃবৃন্দ ৷

দ্বিতীয় পর্বে স্বাধীনতার ও শেখ মুজিবুর রহমান এর, জীবনের উপরে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় ৷

তৃতীয় পর্বে রাষ্ট্রদূত খন্দকার এম তালহার এর সভাপতিত্বে , শুরুতে বাংলাদেশের প্রেসিডেন্ট,  প্রধান মন্ত্রী, পররাষ্ট্র  মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় ,

মুক্তিযুদ্ধ নিয়ে  বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা জামিল আহমেদ মিয়া,  এছাড়াও বক্তব্য রাখেন ইউরোপীয়ান আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামীলীগ এর সভাপতি এম,এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ ও নজরুল ইসলাম চৌধুরী৷

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ পনেরোই আগস্টে নির্মম ভাবে নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা ৷

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: