শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

কবি মোহাম্মদ আব্দুল হক এর দুটি কবিতা




ফিলিস্তিনের মা ও শিশুরা 
_ মোহাম্মদ আব্দুল হক
ফিলিস্তিনের মা ও শিশুরা
আমার শিশু আমার মা
মরেনি তারা শহীদ যারা
করেছে যারা সত্য পথে মৃত্যুবরণ,
দিনে রাতে গুড়ুম গুড়ুম — ধ্বসে
ফিলিস্তিনের মাটিতে বোমা
ঘরবাড়ি নয় ধ্বসে মানবতা
আমার মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ।
ফিলিস্তিন হে ফিলিস্তিন
আল আকসা কেন্দ্রে মুমিন —
বারবার আঘাতে চুরমার,
তবুও মরেনি ফিলিস্তিন —
তারাই মুসলিম বীর সৈনিক
ছেলের মা মায়ের ছেলে
লড়ছে লড়াই জয়ের নেশায়
ধ্বনিছে ধ্বনি আকাশে বাতাসে —
ফিলিস্তিনের মা ও শিশুরা
করি চিৎকার আল্লাহু আকবার
ফিলিস্তিন ফিলিস্তিন — আমার
ফিলিস্তিনের মা ও শিশুরা।।
২. মানুষ জ্বলে আমি জ্বলি
_ মোহাম্মদ আব্দুল হক
মানুষ জ্বলে দুনিয়ার মানুষেই জ্বালায়
তারাও ধর্মের কথা জপে আর
থাকে পোষকী ধর্মের ছায়াতলে
সেখানে সব প্রেম ভালোবাসা ভুল
মাতৃজঠরের লালন ভুল হয়ে যায়।
আমি প্যালেস্টাইন সিরিয়া আফগান
আরাকানি মুসলমান নই কিসে
আমিও জর্জরিত নানান কষ্টে
প্রতিরাতে দংশন জ্বালায় আমি জ্বলি
জ্বলেরে বুকে পিঠে ভরা বিষে।
রাতের শেষে কমে যন্ত্রণার ভার
সব বাধা দূরে ঠেলে ক্লিষ্টতা ছাপিয়ে
কানে আসে পরম আশ্রয় সোপান
মুয়াজ্জিনের কন্ঠ বাতাসে ভাসে
আল্লহু আকবার আল্লাহু আকবার।

 

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: