বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

Sex Cams

কত দুর্যোগ, ইতিহাসের কত বাঁক বদলের সাক্ষী তিনি…




গত এক শ বছরে পৃথিবী কতটা বদলেছে? কতটা বদলেছে মানুষের জীবন? এর উত্তর খুঁজতে পৃথিবীর ইতিহাস বিষয়ক হাজার হাজার নথি ওলটানোই দস্তুর। কিন্তু সেই খটমটে ইতিহাসপাঠ কজনেরই-বা ভালো লাগে। সেখান থেকে বাদ পড়ে যায় ব্যক্তির অভিজ্ঞতাও। তবে এই ইতিহাস পাঠ যদি হয়, কোনো ব্যক্তির কাছ থেকে তার অভিজ্ঞতা শোনার মধ্য দিয়ে, তবে তা নিশ্চিতভাবেই অনেক সরস হয়ে ওঠে। সেখানে পাওয়া যায় ইতিহাসের বাঁকবদলের সঙ্গে ব্যক্তি মানুষের সংযোগের আখ্যানটিও।

ইতিহাসের এমন পাঠ দিতে এই মুহূর্তে বব ওয়েইটনের চেয়ে যোগ্য আর কে আছেন? আজ ২৯ মার্চ তাঁর জন্মদিন। কিন্তু করোনাভাইরাসের এই কালে তিনি তো ঘরবন্দী হয়ে আছেন। তাই পালন করা হয়নি বিশ্বের সবচেয়ে বয়স্ক এই মানুষটির জন্মদিন। আলাপের সুযোগ যখন নেই, তখন তাঁর সময়ের কিছু ঘটনার দিকে নজর দেওয়া যাক। তাঁর সঙ্গী হওয়া এই নিদাঘের কালে আমাদের নিজেদের জন্যও দরকার। কারণ, দুটি বিশ্বযুদ্ধ, একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক মহামারি দেখেছেন তিনি। এসব প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের বিরুদ্ধে অবিনাশী জীবনীশক্তির এক জলজ্যান্ত স্বাক্ষর তিনি। সূত্রঃ প্রথম আলো

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: