গত রবিবার বিকেল ৬ ঘটিকায় প্যারিসের অভিজাত একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ফেন্চুগনজ ওয়েলফেয়ারএসোসিয়েশন ফান্সের আহ্বায়ক কমিটি ঘটন করা হয়।
সোজা উদৌলা চৌধুরী কে আহবায়ক ও আব্দুল রহিম কে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘটন করা হয় ।উক্ত সাধারণ সভায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ।সাধারন সভায় বিভিন্ন এজেন্টা নিয়ে আলোচনা করা হয় ।এ সময় বক্তব্য রাখেন ফেন্চুগনজ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বিভিন্ন নেত্রী বৃন্দ ।বক্তারা আগামী ৩ মাসের মধ্যে নতুন কমিটি করার জন্য নতুন ঘটিত আহ্বায়ক কমিটি কে পরামর্শ দেন । উক্ত সাধারণ সভায় আগামী ২১ শে অগাস্ট রোজ রবিবার বনভোজনে যাবার জন্যও আলোচনা করা হয় ।উক্ত সভায় উপস্তিত ছিলেন সোজা উদৌলা চৌধুরী ,খসরুজ্জামান জালালাবাদী,মো শিবলু মিয়া,কামরুল ইসলাম চৌধুরী ,রুমেল আহমদ ,জাকারিয়া আহমদ ,আব্দুল রহিম ,মো আফরোজ হোসেন লাভলু ,ইসমত আহমদ ,ফয়ছল আহমদ ,ফরিদ উদ্দিন ,মোহাম্মাদ সেলিম,কামরুল হাসান প্রমুখ৷