নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে আলোচনা সভা ও শিশু কিশোরদের কবিতা আবৃত্তি, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শিশু-কিশোরদের মাঝে ঈদ সেলামি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে প্যারিসের উপকণ্ঠ ক্যাথসীমাস্থ একটি হলে আয়োজিত অনুষ্ঠানে ইপিএস কমিউনিটি সাথে বিভিন্ন সোস্যাল মিডিয়ার অবদান রাখায় আরিফ খান রানা রাজ, রিগ্রুপমো ফ্যামিলিয়ালের সহযোগিতার জন্য কাউসার আহমেদ, সাংবাদিকতার জন্য চৌধুরী মারুফ মোহাম্মদ অমিত, শিক্ষকতার জন্য ফারজানা হোসেন এনি ও নিয়মিত সদস্য হিসাবে কাউসার আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী।
সংগঠনের সহসভাপতি জুয়েল ডি আর লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি ভাষা শিক্ষার শিক্ষক জেরেমি, সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব শাহীন আরমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স দর্পনের বার্তা সম্পাদক নাজমুল কবির, এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়াকিম, ক্রিস্টফ, জর্জ, শাহানুর ইসলাম, ইব্রাহিম হাসান, ওবায়দুল ইসলাম শাহিন, আয়শা সুলতানা, শরিফুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার লিটন, শামিম আহাম্মেদ, শাজাহান আহাম্মেদ, রাকিবুল ইসলাম ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম প্রমুখ।