শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে শীতবস্ত্র ও খাবার বিতরণ ২ ফেব্রুয়ারি




ডেস্ক রিপোর্ট:

আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে সামাজিক সংস্থা আইছা এবং প্যারিসের ব্যবসা প্রতিষ্ঠান বিডি ফার্ণিচার ও প্রথম বাংলাদেশী ড্রাইভীং শিক্ষা প্রতিষ্ঠান বাংলা অটো ইকোল। আইছা, বিডি ফার্ণিচার,অটো ইকুলের অর্থায়নে শীতবস্ত্র ও খাবার বিতরণী এ কার্যক্রমের ব্যবস্থাপনায় সহযোগী হিসেবে থাকছেন শামীমা কবির।

ওইদিন সন্ধ্যা ৭ টায় প্যারিসের স্টালিংগার্ড থেকে শীতবস্ত্র ও খাবার বিতরণ শুরু হবে।

শীতবস্ত্র বিতরণী এ কার্যক্রমে আয়োজকদের পক্ষ থেকে কমিউনিটির সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করা হচ্ছে। একই সাথে মহতী এ কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্য সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে। যেকেউ চাইলেই শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন৷

আয়োজকদের অন্যতম আইছার পরিচালক উবায়দুল্লাহ কয়েছ জানান, সহানুভূতিসহ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আমরা শীত বস্ত্র ও খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা সবাইকে সাথে নিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন করতে চাই। তাই আমরা সবার সহযোগিতা,অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করছি।

তিনি আরো বলেন,’শুধু আমরা এটা করছি,বা করতে হবে বিষটা এমন নয়,ফ্রান্সে থাকা প্রত্যেক সংগঠন এবং বিত্তবান ব্যক্তিরই উচিত নিজস্ব সামর্থের আলোকে অসহায়দের সেবা করা। আমরা বিশ্বাস করি, ফ্রান্সে অনেকেই মানবকল্যাণমূলক কাজ করে থাকেন। আশাকরি, প্রত্যেকে এরকম কাজে আরো বেশি বেশি সম্পৃক্ত হবেন। আমাদের শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচী প্রত্যেককে আর্থ মানবতার সেবায় নিয়োজিত হতে অনুপ্রাণিত করবে বলেও আমরা আশাবাদী।’

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: